সাভারের ভাকুর্তায় বিশ্ব পরিবেশ দিবস পালন

0 Comments

‘পৃথিবী: প্রকৃতির ঐকতানে টেকসই জীবন’ এই প্রতিপাদ্য সামনে রেখে সারা দেশের মতো রাজধানির সাভার উপজেলার ভাকুর্তায় বিশ্ব পরিবেশ দিবস ২০২২ পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে রবিবার (৫ জুন) সকালে ভাকুর্তার ইমিটেশন জুয়েলারি বাজারে এক র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর এসইপি এর সহায়তায় ইমিটেশন জুয়েলারি উপ-প্রকল্পের আওতায় সোস‍্যাল আপলিফটমেন্ট সোসাইটি (সাস) এ অনুষ্ঠানের আয়োজন করে।

দিবসটি উপলক্ষে ভাকুর্তা ইউনিয়ন পরিষদের সামনে থেকে ইমিটেশন জুয়েলারি উপ-প্রকল্পের প্রজেক্ট ম‍্যানেজার মো: সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে একটি র‌্যালি বের হয়। র‍্যালিটি বিভিন্ন সড়ক ঘুরে আবার ইউনিয়ন পরিষদের সামনে এসে শেষ হয়। 

পরে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ভাকুর্তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: লিয়াকত হোসেন। প্রধান অতিথি ভাকুর্তার ইমিটেশন জুয়েলারি কারখানার উদ্যোগক্তাদের পরিবেশ সম্পর্কে সচেতন করতে বিশ্ব পরিবেশ দিবস পালনে সাস কে ধন্যবাদ জানিয়ে বক্তব্যে বলেন, জুয়েলারি উদ্যোক্তাদের পাশাপাশি অঞ্চলের মানুষ পরিবেশ সম্পর্কে আরও বেশি সচেতন হবে। তিনি বক্তব্যে আরও বলেন, সুস্থভাবে বেঁচে থাকতে হলে আমাদের স্বার্থেই পরিবেশকে রক্ষা করতে হবে। সবাইকে বেশি করে গাছ রোপণ করতে হবে।যেখানেসেখানে ময়লাআবর্জনা, ক্ষতিকর রাসায়নিক দ্রব্য ফেলা যাবে না, এতে পরিবেশ দূষিত হবে। আমাদের সকলকে সাবধান হতে হবে, দূষণমুক্ত পরিবেশ গড়তে হবে।

উপপ্রকল্পের কমিউনিকেশন অ‍্যান্ড ডকুমেন্টেশন অফিসার ফাহাদ বিন বেলায়েতের সঞ্চালনায় স্বাগত বক্তব‍্যে উপপ্রকল্পের ফোকাল পারসন মো: নবী আলম বলেনপিকেএসএফএর সহাতায় সাসটেনেইবল এন্টারপ্রাইজ প্রজেকক্টের আওতায় সাস সংস্থা ভাকুর্তা এলাকায় ইমিটেশন জুয়েলারি উদ‍্যোক্তাদের উন্নয়নে স্বাস্থ‍্যসম্মত এবং কর্মবান্ধব ইমিটেশন জুয়েলারি উদ্যোগের প্রসার উপপ্রকল্পের কার্যক্রম বাস্তবায়ন করছে। প্রকল্পের অন‍্যতম উদ্দেশ‍্য হলো কারখানার কারিগরদের স্বাস্থ‍্য সচেতনতার মাধ‍্যমে পরিবেশসম্মত পরিবেশে কাজ করতে উদ্বুদ্ধ করা এবং উদ‍্যোক্তাদের কারখানাগুলোকে পরিবেশবান্ধব হিসেবে গড়ে তোলা। তিনি বক্তব‍্যে আরও বলেন, প্রকল্পের সকল কর্মকর্তা উদ‍্যোক্তা কারিগরদের স্বাস্থ‍্য সুরক্ষায় এবং পরিবেশ সম্পর্কে সচেতন করতে প্রতিনিয়ত পরামর্শ দিচ্ছে। তাদের পরামর্শে অনেকে পরিবেশ সম্পর্কে সচেতন হয়েছেন এবং অন‍্যরাও হচ্ছেন। উদ‍্যোক্তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ তার প্রমাণ।

উপপ্রকল্পের পরিবেশ কর্মকর্তা মামুনুর রশিদ বক্তব‍্যে বলেন, পরিবেশ আমাদের অনেক কিছু দিয়েছে,আমরা যদি পরিবেশ রক্ষায় এগিয়ে না আসি তাহলে একটা সময় পরিবেশ আমাদের জন্য বিরাট হুমকির কারণ হয়ে দাঁড়াবে। তাই আমাদের পরিবেশ সম্পর্কে সচেতন হওয়া জরুরি।

অন‍্যান‍্যদের মধ‍্যে বক্তব‍্য রাখেন ভাকুর্তা বাজার ইমিটেশন জুয়েলারি সমিতির সভাপতি নাজিমুদ্দিন,পদ্মা পরিবেশক্লাবের সভাপতি হাফেজ মাওলানা গোলাম কিবরিয়া, ফিন‍্যান্স অফিসার রিয়াজ উদ্দিন, টেকনিক্যাল অফিসার ইব্রাহিম জুনায়েদ প্রমুখ। র‍্যালি আলোচনা সভায় শতাধিক ইমিটেশন জুয়েলারি উদ‍্যোক্তা বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করেন। এই সময় সকলের মাঝে পরিবেশ সচেতনতামূলক লিফলেট বিররণ করা হয়।

বক্তব‍্য শেষে প্রধান অতিথি উপস্থিত সকলের হাতে ফলদ বনজ গাছের চারা তোলে দেন এবং কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ইউনিয়ন পরিষদের পাশে একটি নিমের চারা রোপণ করেন।

দিবসটির ফটো গ্যালারী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts