Site Statistics
  • Total visitors : 15,134
  • Total page views: 19,877

Privacy Policy

ভিডিএস ও টিডিএস ক্যাক্লকুলেশন এক্সেল শিট – VDS TDS Calculation Excel Sheet

0 Comments

vds tds calculation excel sheet

ভিডিএস ও টিডিএস ক্যাল্কুলেশনের জটিল অংক অনেকের মাথায় ঢোকে না। তাই আপনাদের জন্য কর্পোরেট উইকি নিয়ে এসেছে এমন একটি এক্সেল ফরমেটে যেটা নিজেই টিডিএস, ভিডিএস, বেস ভ্যালু, ক্যাশ পেমেন্ট এমাউন্ট সব কিছু বের করে দেবে।

আমরা টিডিএস ও ভিডিএস হিসেবের জন্য যে ৩টি সিচুয়েশন পাই তার জন্য এখানে ৩ টি শিট করা আছে।

পথমে ভ্যাট ও ট্যাক্স ইনক্লুডেড বিল হতে টিডিএস ও ভিডিএস বের করবো।

টেবিলের উপরে লাল মার্ক করা ঘরে ট্যাক্স ভ্যাট ইনক্লুডেড বিল বসাতে হবে, পরে ভ্যাট এর পার্সেন্ট দেই, শিট টি অটোমেটিক ব্যাক ক্যাল্কুলেশন ভ্যাটের এমাউন্ট বের করে দিয়েছে যা মুসক ৬.৩ এর ১০ নং ঘরে মুল্য সংযোজন করের পরিমান এ বসবে।

আর বেজ ভ্যালু এমাউন্ট এসেগেছে যা মুসক ৬.৩ ইস্যু করতে ৬ নং ঘরে মোট মূল্য হিসেবে লিখতে হয়।

আবার, এই বেজ ভেলুর উপর ভ্যাট এর পার্সেন্ট মাল্টিপ্লাই করলে ভ্যাট এমাউন্ট আসবে।

এখন ট্যাক্স বের করতে ট্যাক্সের পার্সেন্ট বসাই, এতে ট্যাক্স এমাউন্ট পেলাম সাথে বিল থেকে ভ্যাট ও ট্যাক্সের টাবা বাদ গিয়ে ক্যাশ ও এমাউন্ট ও এসে গেছে।

হিসেব ঠিক আছে কি না দেখতে, বেজ এমাউন্ড এর উপর ভ্যাট ও ট্যাক্স পর্সেন্ট করে দেখতে পারেন।

দেখুন ক্যালকুলাটারেও একই এমাউন্ট এসেছে।

আসা করি বুঝতে পেরেছেন।

এর পর চলে আসি ভ্যাট ও ট্যাক্স বিহিন বিল হতে ট্যাক্স ও ভ্যাট হিসাবের শিটে।

এই লাল ঘরে ভ্যাট ও ট্যাক্স বিহিন বিল এমাউন্ট বসিয়ে ভ্যাট ও ট্যাক্স এর পার্সেন্ট বসালে সকল এমাউন্ট বেরিয়ে আসবে।

পরে বিল উইথ ট্যাক্স এর শিটে আসি।

একি ভাবে এখানেও ট্যাক্স ইনক্লুডেড বিল এমাউন্ট ও ট্যাক্স ভ্যাটের পার্সেন্ট বসালে শিট টি অটোমেটিক ভ্যাট ট্যাক্স বের করে দেবে।

কোথাও প্রবলেম হলে আমাদের যানাবেন। আমরা সমাধান করে দেয়ার চেস্টা করবো।

অল্লাহ হাফেজ

Loader Loading…
EAD Logo Taking too long?

Reload Reload document
| Open Open in new tab

Download [289.92 KB]

Tags: ,

Leave a Reply

Your email address will not be published.