14 October, 2023
0 Comments
3 categories
- জীবন বিমার প্রিমিয়াম, [স্বামী, স্ত্রীর বা অপ্রাপ্ত বয়স্ক সন্তানের জন্য প্রদান করা মোট পেয়েবলের ১০% (প্রফিট ব্যাতিত)]
- সরকারি কর্মকর্তার প্রভিডেন্ট ফান্ডে চাদা,
- স্বীকৃত ভবিষ্য তহবিলে নিয়োগকর্তা ও কর্মকর্তার চাদা,
- কল্যাণ তহবিল ও গোষ্ঠী বিমা তহবিলে চাদা,
- সুপার এনুয়েশন ফান্ডে প্রদন্ত চাদা,
- যে কোনো তফসিলি ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের ডিপোজিট পেনশন স্কীমে বার্ষিক সর্বোচ্চ ১২০,০০০ টাকা বিনিয়োগ,
- যেকোনো সিকিউরিটিজ ক্রয়ে ৫,০০,০০০ টাকার বিনিয়োগ,
- বাংলাদেশের স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত কোম্পানির শেয়ার, স্টক, মিউচ্যুয়াল ফান্ড বা ডিবেঞ্চারে বিনিয়োগ,
- জাতির পিতার স্মৃতি রক্ষার্থে নিয়োজিত জাতীয় পর্যায়ের প্রতিষ্ঠানে অনুদান,
- যাকাত তহবিলে দান, যা যাকাত তহবিল ব্যবস্থাপনা আইন ২০২৩ দ্বারা পরিচালিত।
- জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক অনুমোদিত কোনো দাতব্য হাসপাতালে দান, যা দানের মিনিমাম ১ বসর পূর্বে সিটি কর্পোরেশন এলাকার বায়রে স্থাপন করা হয়েছে।
- প্রতিবন্ধীদের কল্যাণে স্থাপিত প্রতিষ্ঠানে দান, যা দানের মিনিমাম ১ বসর পূর্বে সিটি কর্পোরেশন এলাকার বায়রে স্থাপন করা হয়েছে ও সমাজ কল্যান অধিদপ্তর ও বোর্ড কর্তৃক অনুমোদিত।
- মুক্তিযুদ্ধ যাদুঘরে প্রদত্ত দান,
- আহসানিয়া ক্যান্সার হাসপাতালে দান,
- ICDDRB তে প্রদত্ত দান,
- CRP, সাভার এ প্রদত্ত দান,
- সরকার কর্তৃক অনুমোদিত জনকল্যাণমূলক বা শিক্ষা প্রতিষ্ঠানে দান,
- এশিয়াটিক সোসাইটি, বাংলাদেশ এ দান,
- ঢাকা আহসানিয়া মিশন ক্যান্সার হাসপাতালে দান,
- মুক্তিযুদ্ধের স্মৃতি রক্ষার্থে নিয়োজিত জাতীয় পর্যায়ের কোনো প্রতিষ্ঠানে অনুদান
Loading...