একজন করদাতা যে খাতে বিনিয়োগ করলে কর রেয়াত পাবেন

0 Comments

 

  1. জীবন বিমার প্রিমিয়াম, [স্বামী, স্ত্রীর বা অপ্রাপ্ত বয়স্ক সন্তানের জন্য প্রদান করা মোট পেয়েবলের ১০% (প্রফিট ব্যাতিত)]
  2. সরকারি কর্মকর্তার প্রভিডেন্ট ফান্ডে চাদা,
  3. স্বীকৃত ভবিষ্য তহবিলে নিয়োগকর্তা ও কর্মকর্তার চাদা,
  4. কল্যাণ তহবিল ও গোষ্ঠী বিমা তহবিলে চাদা,
  5. সুপার এনুয়েশন ফান্ডে প্রদন্ত চাদা,
  6. যে কোনো তফসিলি ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের ডিপোজিট পেনশন স্কীমে বার্ষিক সর্বোচ্চ ১২০,০০০ টাকা বিনিয়োগ,
  7. যেকোনো সিকিউরিটিজ ক্রয়ে ৫,০০,০০০ টাকার বিনিয়োগ,
  8. বাংলাদেশের স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত কোম্পানির শেয়ার, স্টক, মিউচ্যুয়াল ফান্ড বা ডিবেঞ্চারে বিনিয়োগ,
  9. জাতির পিতার স্মৃতি রক্ষার্থে নিয়োজিত জাতীয় পর্যায়ের প্রতিষ্ঠানে অনুদান,
  10. যাকাত তহবিলে দান, যা যাকাত তহবিল ব্যবস্থাপনা আইন ২০২৩ দ্বারা পরিচালিত।
  11. জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক অনুমোদিত কোনো দাতব্য হাসপাতালে দান, যা দানের মিনিমাম ১ বসর পূর্বে সিটি কর্পোরেশন এলাকার বায়রে স্থাপন করা হয়েছে।
  12. প্রতিবন্ধীদের কল্যাণে স্থাপিত প্রতিষ্ঠানে দান, যা দানের মিনিমাম ১ বসর পূর্বে সিটি কর্পোরেশন এলাকার বায়রে স্থাপন করা হয়েছে ও সমাজ কল্যান অধিদপ্তর ও বোর্ড কর্তৃক অনুমোদিত।
  13. মুক্তিযুদ্ধ যাদুঘরে প্রদত্ত দান,
  14. আহসানিয়া ক্যান্সার হাসপাতালে দান,
  15. ICDDRB তে প্রদত্ত দান,
  16. CRP, সাভার এ প্রদত্ত দান,
  17. সরকার কর্তৃক অনুমোদিত জনকল্যাণমূলক বা শিক্ষা প্রতিষ্ঠানে দান,
  18. এশিয়াটিক সোসাইটি, বাংলাদেশ এ দান,
  19. ঢাকা আহসানিয়া মিশন ক্যান্সার হাসপাতালে দান,
  20. মুক্তিযুদ্ধের স্মৃতি রক্ষার্থে নিয়োজিত জাতীয় পর্যায়ের কোনো প্রতিষ্ঠানে অনুদান

 

 

Loader Loading...
EAD Logo Taking too long?

Reload Reload document
| Open Open in new tab

Download [187.83 KB]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts