বিজয় আইটি এন্ড কোম্পানি আয়োজিত ট্রেইনিং কোর্সে সবাইকে স্বাগত। বিজয় আইটি এন্ডে কোম্পনি ও কর্পরেট উইকি প্রতিনিয়ত বিভিন্ন ট্রেইনিং ও ওয়ার্কশপ আয়োজন করে যাচ্ছে। “স্কিল হোক সবার জন্য” প্রতিপাদ্য মাথায় রেখে আমাদের ট্রেইনিং ফি রাখা হয় নাম মাত্র মূল্যে। আমাদের সকল ট্রেইনিং, ওয়ার্কশপ ও সেশনের জন্য নিম্নলিখিত নীতিমালা সমূহ অনূসৃত হয়:
- কোর্সসমূহের ৭০% নির্ভুল অ্যাসাইনমেন্ট করা সাপেক্ষে “কোর্স কমপ্লেশন” সার্টিফিকেট দেয়া হবে;
- সকল অ্যাসাইনমেন্ট ফেজবুক গ্রুপে “JPG” ফর্মেটে আপলোড দিতে হবে। গ্রুপে জয়েন করতে অবশ্যই কোড নং ব্যাবহার করতে হবে।
- কোর্সের দিন, সময় ও সকল তথ্য হোয়াটসআপ গ্রুপের ডেসক্রিপশনে দেয়া থাকবে, তাই বারবার জিজ্ঞাসা করা থেকে বিরত থাকার অনুরোধ করা হলো;
- ৭০% এর কম সাইনমেন্ট থাকলে “পার্টিসিপেন্ট” সার্টিফিকেট দেয়া হবে;
- প্রতি সেশনের অ্যাসাইনমেন্ট পরবর্তি সেশনের আগে সাবমিট করতে হবে, এতে ভুল সংশোধণ করে দেয়া সম্ভব হবে;
- তবে কোর্স শুরু হবার ১ মাসের মধ্যে সকল অ্যাসাইনমেন্ট জমা করতে হবে ১ মাস বা ৩০ দিন পরের কোনো অ্যাসাইনমেন্ট গ্রহণ করা হবে না;
- এমনকি ৩০তম দিনেও সকল অ্যাসাইনমেন্ট এক সাথে জমা করতে পারবেন এতে ভুল সংশোধন করার অপশন থাকবে না;
- তবে এর পরেও কোর্স কমপ্লিশনের সুযোগ থাকবে। যে কোনো সময় আলোচনা সাপেক্ষে ১০০ টাকা ফি প্রদান ও সকল অ্যাসাইনমেন্ট সম্পন্ন করার মাধ্যমে কোর্স কমপ্লিশন সার্টিফিকেট গ্রহণ করা যাবে।
- অ্যাসাইনমেন্ট এর সময় পর হবার ৭ দিনের মধ্যে বাই ডিফল্ট অনলাইন সার্টিফিকেট প্রদান করা হবে,
- ফিজিক্যাল সার্টিফিকেট নিতে চাইলে ১০০ (একশত) টাকা ফি প্রদান করতে হবে (019 662 4444 বিকাশ/নগদ মার্চেন্ট)। এবং কুরিয়ার এড্রেস দিতে হবে। এতে সর্বচ্চ ২ সপ্তাহ সময় লাগবে; তাছাড়া অফিসে এসেও গ্রহণ করা যাবে,
- আমাদের অফিসের ঠিকানা সকল পোস্টে দেয়া আছে তাছাড়া ফেসবুক পেজ ও ওয়েব সাইটে দেয়া আছে;
- খুব প্রয়োজন না হলে প্রতিষ্ঠানের ইন্ডিভিডুয়াল নাম্বারে ম্যাসেজ করতে নিরূতসাহিত করা হলো;
- গ্রুপে বিভিন্ন কনভারসেশনে বিভিন্ন আলোচনা করা হয় এতে একই কোশ্চেন বার বার করতে হবে না;
- কোর্সের রেকর্ডিং কোনো ভাবে কোর্সের সাপ্লিমেন্টারি হিসেবে দেয়া হয় না। কোর্সের রেকর্ডিং প্রদান করার উদ্দেশ্য হলো পার্টিসিপেন্টরা যাতে বার বার দেখে আরো ভালো ভাবে বুঝে নিতে পারে। তাই যারা শুধু মাত্র রেকর্ডিং পেতে বা সার্টিফিকেট পেতে জয়েন করছেন তাদের বলা হচ্ছে: কোর্সের মধ্যে আলোচনা করা হয়েছে এমন কোনো বিষয়ে কোশ্চেন নেয়া হবে না।
- ৭০% অ্যাসাইনমেন্ট করা থাকলে রিকোস্টে এর ব্যাসিসে যে কোনো ব্যাচের সাথে পুনরায় যোগ দেয়া যেতে পারে এক্ষেত্রে আলোচনা সাপেক্ষে মিনিমাম কোর্সফি ও দিতে হতে পারে।
- আমাদের থেকে দেয়া কোর্স ম্যাটারিয়াল ও রেকর্ডিং কোনো ভাবেই কারো সাথে শেয়ার করা যাবে না।